Faka Frame (ফাঁকা ফ্রেম) - Dwitiyo Purush - Anupam Roy - Song Lyrics
![](https://img.youtube.com/vi/YOOHqZ4FMGM/maxresdefault.jpg)
< Song Credit >Song : Faka FrameAlbum : Dwitiyo Purush Movie Name : Jaatishwar Singer, Composer & Lyricist : Anupam Roy Directed by : Srijit Mukherji Music Label : T-Series Regional |
< Lyrics in Bangla >
ফাঁকা ফ্রেম আর অকেজো হাত ঘড়ি
নিয়ে এখন আমি কি করি।
এন্টেনায় আর অশ্বথের ডালে,
ঝুলে থাকি প্রত্যেক সকালে।
শহুরে সন্ধ্যায়, বন্দরে
রুমাল নেড়ে আমি জাহাজ তাড়াই।
অনেক রাতে স্টেশানে
প্লাটফর্ম গুলোতে ভিখিরি সাজাই..
আজ দেড়শ বছর আগেও আমি
তোমায় খুঁজে পথের ধারে
ক্লান্ত হয়ে শুয়ে ছিলাম
এভাবেই ঠিক অন্ধকারে
এখন তুমি খুঁজতে এলে ?
দেড়শ বছর আগেও আমি
তোমায় চেয়ে গান লিখেছি
পুকুর ধারে জলের গন্ধে
বাংলাভাষায় চোখ ধুয়েছি
এখন তুমি খুঁজতে এলে ?
ম্যানহোল আর কলেজ স্ট্রীটের গলি
তোদের সাথে অন্য কথা বলি।
Miyazaki আর সত্যজিতে মাখা
Truffaut এর দিন আমার জন্য রাখা।
শহুরে সন্ধ্যায়, বন্দরে
রুমাল নেড়ে আমি জাহাজ তাড়াই।
অনেক রাতে স্টেশানে
প্লাটফর্ম গুলোতে ভিখিরি সাজাই..
আজ দেড়শ বছর আগেও আমি
তোমায় খুঁজে পথের ধারে
ক্লান্ত হয়ে শুয়ে ছিলাম
এভাবেই ঠিক অন্ধকারে
এখন তুমি খুঁজতে এলে?
দেড়শ বছর আগেও আমি
তোমায় চেয়ে গান লিখেছি
পুকুর ধারে জলের গন্ধে
বাংলাভাষায় চোখ ধুয়েছি
এখন তুমি খুঁজতে এলে?
< Lyrics in English >
Phanka Frame ar okejo haath ghori
Niye ekhon ami ki kori
Antenna ar osotther daale
Jhule thaki prottyek shokale
Sohure sondhay bandore
Rumal nere ami jahaz tarai
Onek raate station e
Platfrom gulote vikiri sajai
Aaj dersho bochor ageo ami
Tomay khuje pother dhare
Klanto hoye shuye chilam
Evabei thik ondhokare
Ekhon tumi khunjte ele
Dersho bochor ageo ami
Tomay cheye gaan likhechi
Pukur dhare joler gondhe
Bangla bhashay chokh dhuyechi
Ekhon tumi khujte ele
ফাঁকা ফ্রেম আর অকেজো হাত ঘড়ি
নিয়ে এখন আমি কি করি।
এন্টেনায় আর অশ্বথের ডালে,
ঝুলে থাকি প্রত্যেক সকালে।
শহুরে সন্ধ্যায়, বন্দরে
রুমাল নেড়ে আমি জাহাজ তাড়াই।
অনেক রাতে স্টেশানে
প্লাটফর্ম গুলোতে ভিখিরি সাজাই..
আজ দেড়শ বছর আগেও আমি
তোমায় খুঁজে পথের ধারে
ক্লান্ত হয়ে শুয়ে ছিলাম
এভাবেই ঠিক অন্ধকারে
এখন তুমি খুঁজতে এলে ?
দেড়শ বছর আগেও আমি
তোমায় চেয়ে গান লিখেছি
পুকুর ধারে জলের গন্ধে
বাংলাভাষায় চোখ ধুয়েছি
এখন তুমি খুঁজতে এলে ?
ম্যানহোল আর কলেজ স্ট্রীটের গলি
তোদের সাথে অন্য কথা বলি।
Miyazaki আর সত্যজিতে মাখা
Truffaut এর দিন আমার জন্য রাখা।
শহুরে সন্ধ্যায়, বন্দরে
রুমাল নেড়ে আমি জাহাজ তাড়াই।
অনেক রাতে স্টেশানে
প্লাটফর্ম গুলোতে ভিখিরি সাজাই..
আজ দেড়শ বছর আগেও আমি
তোমায় খুঁজে পথের ধারে
ক্লান্ত হয়ে শুয়ে ছিলাম
এভাবেই ঠিক অন্ধকারে
এখন তুমি খুঁজতে এলে?
দেড়শ বছর আগেও আমি
তোমায় চেয়ে গান লিখেছি
পুকুর ধারে জলের গন্ধে
বাংলাভাষায় চোখ ধুয়েছি
এখন তুমি খুঁজতে এলে?
< Lyrics in English >
Phanka Frame ar okejo haath ghori
Niye ekhon ami ki kori
Antenna ar osotther daale
Jhule thaki prottyek shokale
Sohure sondhay bandore
Rumal nere ami jahaz tarai
Onek raate station e
Platfrom gulote vikiri sajai
Aaj dersho bochor ageo ami
Tomay khuje pother dhare
Klanto hoye shuye chilam
Evabei thik ondhokare
Ekhon tumi khunjte ele
Dersho bochor ageo ami
Tomay cheye gaan likhechi
Pukur dhare joler gondhe
Bangla bhashay chokh dhuyechi
Ekhon tumi khujte ele
⏩ Thank You for using our website. Don't forget to share it with your friends ⏪
0 Comments
If you have any suggestions or request let me know here :)
Emoji