Avash (আভাস) - Tanzir Tuhin - Avash Band - Song Lyrics
![](https://img.youtube.com/vi/U10nBuERNIA/maxresdefault.jpg)
< Song Credit >Song : AvashLyricist : Mehedi Hasan NihonBand : Avash Band Members : Tanzir Tuhin > Voice Raajue Sheikh > Bass Sumon Monjurul > Guitar Rinku Imam > Drums Shawon Kaium > Keys |
< Lyrics in Bangla >
কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে
বোঝেনা তবু এ মন,
শান্ত নিবিড় পথে হেটে কাটে
সারাদিন সারাক্ষন।
শুন্যের পরে খুঁজেছি তোমায়
অসীমের পথে তুমি,
হও বলে সবে প্রান দিয়েছিল,
সবে অনুগামী।
তুমি আভাস হয়ে আশা,
হতাশা মুখের হাসি...
কত আদরে ভালোবেসেছি
তোমার ওই মিষ্টি হাসি,
তোমাকেই আজ,
বেঁধে নিয়েছি আমারও হৃদয়ও মাঝে।
পথে যেতে হায়, সে ভালোবাসায়
দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজো আজীবন,
হৃদয়ও সপেছি তোমায়।
তুমি আরাধনে মোর সাধনা,
শত সুক্ষ দুস্থ কামনা।
কত জল ছল, কত কোলাহল,
তুমি শান্ত আবেশে যাতনা।
থেমে থাক আজ কথা সব
যত হাহাকার আশা কলরব,
পড়ে রবে সব, যত সদ্ভাব,
প্রানে সংহার গেছি হারিয়ে।
দু'হাত তুলে ধরি বাড়িয়ে..
আমি সৃষ্টি, তাই স্রষ্টায় ভালোবাসি।
যুগে যুগে জড় জীব সবে
পড়ে রবে নিবিড় অবেলায়,
ধুলি ধূসর পদ চিহ্ন আঁকা মরুর বালুকায়।
এখানে পড়ে আছে, কত শত প্রান,
জীবনের গান গেছে হারিয়ে,
একা দাড়িয়ে অপেক্ষায়।
অস্তিত্বের মিছিলে, খোলা দেয়ালের ওপারে,
রক্ত প্লাবনে তোমার ক্ষীন হাসি।
কত আদরে ভালোবেসেছি,
তোমার ওই মিষ্টি হাসি,
তোমাকেই আজ
বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে।
পথে যেতে হায়, সে ভালোবাসায়
দুরু দুরু বুকটা কেঁপে যায়,
ছুঁয়ে দিলে মন আজো আজীবন,
হৃদয়ও সপেছি তোমায়। (x২)
কত আদরে...
< Lyrics in English >
Koto Proshner Boney Hariye Joriye
Bojhena Tobu E Mon
Shanto Nibir Pothe Hete Kate
Saradin Sarakkhon
Shunner Pore Khujechi Tomay
Oshimer Pothe Tumi
Hou Bole Sobe Praan Diyechilo
Sobe Anugami
Tumi Avash Hoye Asha,
Hotasha Mukher Haashi
Koto Adore Valobeshechi
Tomar Oi Misti Hashi
Tomakei Aaj
Bedhe Niyechhi Amaro Hridoyo Majhe
Pothe Jetey Hay Sey Bhalobashay
Duru Duru Bukta Kepe Jaay
Chhuye Dile Mon Aajo Aajibon
Hridoyo Sopechi Tomay
Tumi Aradhone Mor Sadhona,
Shoto Sukkho Dustho Kamona
Koto Jol Chol, Koto Kolahol
Tumi Shanto Abeshe Jatona
Theme Thaak aaj Kotha shob
Joto Hahakar Asha Kolorob
Pore Robe Sob Joto Sodvab
Prane Shonghar Gechi Hariye
Du haat Tule Dhori Bariye
Ami sristi Tai Srostay Valobashi
Jugey Jugey Joro Jeeb Sobe
Pore Robe Nibir Obelay,
Dhuli Dhushor Podo Chinho Anka Morur Balukay
Ekhane Pore Achhe Koto Shoto Pran
Jiboner Gaan Gechi Hariye
Eka Dariye Opekkhay
Oshtitter Michhile Khola Deyaler Opare,
Rokto Plabone Tomar Khino Hashi
কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে
বোঝেনা তবু এ মন,
শান্ত নিবিড় পথে হেটে কাটে
সারাদিন সারাক্ষন।
শুন্যের পরে খুঁজেছি তোমায়
অসীমের পথে তুমি,
হও বলে সবে প্রান দিয়েছিল,
সবে অনুগামী।
তুমি আভাস হয়ে আশা,
হতাশা মুখের হাসি...
কত আদরে ভালোবেসেছি
তোমার ওই মিষ্টি হাসি,
তোমাকেই আজ,
বেঁধে নিয়েছি আমারও হৃদয়ও মাঝে।
পথে যেতে হায়, সে ভালোবাসায়
দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজো আজীবন,
হৃদয়ও সপেছি তোমায়।
তুমি আরাধনে মোর সাধনা,
শত সুক্ষ দুস্থ কামনা।
কত জল ছল, কত কোলাহল,
তুমি শান্ত আবেশে যাতনা।
থেমে থাক আজ কথা সব
যত হাহাকার আশা কলরব,
পড়ে রবে সব, যত সদ্ভাব,
প্রানে সংহার গেছি হারিয়ে।
দু'হাত তুলে ধরি বাড়িয়ে..
আমি সৃষ্টি, তাই স্রষ্টায় ভালোবাসি।
যুগে যুগে জড় জীব সবে
পড়ে রবে নিবিড় অবেলায়,
ধুলি ধূসর পদ চিহ্ন আঁকা মরুর বালুকায়।
এখানে পড়ে আছে, কত শত প্রান,
জীবনের গান গেছে হারিয়ে,
একা দাড়িয়ে অপেক্ষায়।
অস্তিত্বের মিছিলে, খোলা দেয়ালের ওপারে,
রক্ত প্লাবনে তোমার ক্ষীন হাসি।
কত আদরে ভালোবেসেছি,
তোমার ওই মিষ্টি হাসি,
তোমাকেই আজ
বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে।
পথে যেতে হায়, সে ভালোবাসায়
দুরু দুরু বুকটা কেঁপে যায়,
ছুঁয়ে দিলে মন আজো আজীবন,
হৃদয়ও সপেছি তোমায়। (x২)
কত আদরে...
< Lyrics in English >
Koto Proshner Boney Hariye Joriye
Bojhena Tobu E Mon
Shanto Nibir Pothe Hete Kate
Saradin Sarakkhon
Shunner Pore Khujechi Tomay
Oshimer Pothe Tumi
Hou Bole Sobe Praan Diyechilo
Sobe Anugami
Tumi Avash Hoye Asha,
Hotasha Mukher Haashi
Koto Adore Valobeshechi
Tomar Oi Misti Hashi
Tomakei Aaj
Bedhe Niyechhi Amaro Hridoyo Majhe
Pothe Jetey Hay Sey Bhalobashay
Duru Duru Bukta Kepe Jaay
Chhuye Dile Mon Aajo Aajibon
Hridoyo Sopechi Tomay
Tumi Aradhone Mor Sadhona,
Shoto Sukkho Dustho Kamona
Koto Jol Chol, Koto Kolahol
Tumi Shanto Abeshe Jatona
Theme Thaak aaj Kotha shob
Joto Hahakar Asha Kolorob
Pore Robe Sob Joto Sodvab
Prane Shonghar Gechi Hariye
Du haat Tule Dhori Bariye
Ami sristi Tai Srostay Valobashi
Jugey Jugey Joro Jeeb Sobe
Pore Robe Nibir Obelay,
Dhuli Dhushor Podo Chinho Anka Morur Balukay
Ekhane Pore Achhe Koto Shoto Pran
Jiboner Gaan Gechi Hariye
Eka Dariye Opekkhay
Oshtitter Michhile Khola Deyaler Opare,
Rokto Plabone Tomar Khino Hashi
⏩ Thank You for using our website. Don't forget to share it with your friends ⏪
0 Comments
If you have any suggestions or request let me know here :)
Emoji