Dariye Acho Tumi Amar Ganer Opare (দারিয়ে আছো তুমি আমার গানের ওপারে) - Subhamita - Rabindrasangeet - Song Lyrics
![](https://img.youtube.com/vi/MeczW5Gx4Cw/maxresdefault.jpg)
< Song Credit >Song: Dariye Acho TumiAlbum : Dariye Achho Tumi - Single Vocals: Subhamita Lyrics : Rabindranath Tagore Music Arranged : Prattyush Bandyopadhyay Label : Asha Audio |
< Lyrics in Bangla >
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে
আমার সুরগুলি পায় চরণ
আমি পাই নে তোমারে..
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
বাতাস বহে মরি মরি
আর বেঁধে রেখো না তরী (x2)
এসো এসো পার হয়ে মোর
হৃদয়-মাঝারে..
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে..
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে
আমার সুরগুলি পায় চরণ
আমি পাই নে তোমারে..
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে..
< Lyrics in English >
Dariye acho tumi amar gaaner o pare
Aamar sur guli paay choron,
ami paai ne tomare.
Baatash bohe mori mori,
aar bedhe rekho na tori
Esho esho paar hoye mor hridoy maajhare.
Tommar saathe gaaner khela durer khela je
Bedonate banshi bajay shokol bela je
Kobe niye amar bashi bajabe go aapni aashi
Aanondomoy nirob raater nibir andhare.
⏩ Thank You for using our website. Don't forget to share it with your friends ⏪
0 Comments
If you have any suggestions or request let me know here :)
Emoji