Hoyto Tomari Jonno (হয়তো তোমারই জন্য) - Manna Dey - Miftah Zaman - Song Lyrics
< Song Credit >Song : Hoyto Tomari JonnoMovie : Tin Bhubaner Pare (1969) Singer : Manna Dey Music : Sudhin Dasgupta Lyrics : Sudhin Dasgupta Music Label : Saregama Cover by : Miftah Zaman Music ReArranged by : Partha Barua |
< Lyrics in Bangla >
হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য,
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই,
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।
আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত,
যদি বা ঘটে অনর্থ
তবুও তোমায় চাই..
হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেমে যে বন্য,
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই।
আমি যে দুরন্ত, দুচোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই,
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ,
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ,
রেখোনা মনের দ্বন্দ্ব
সব ছেড়ে চলো যাই..
হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেমে যে বন্য,
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই,
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।
< Lyrics in English >
Hoyto tomari jonno
Hoyechi preme je bonno
Jani tumi ononno
Ashar haat barai
Jodi kokhono ekante
Cheyechi tomay jante
Shuru theke sesh prante
Chute chute gechi taai..
Ami je nijei motto
Janina tomar shorto
Jodi ba ghotey onortho
Tobu-o tomay chai..
Ami je duronto,
Duchokhe ononto
Jhorer digonto Jurei swapno chorai
Tumi to boloni monddo
Tobu keno proti-bondho
Rekhona moner donddo
Sob-chere cholo jai..
হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য,
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই,
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।
আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত,
যদি বা ঘটে অনর্থ
তবুও তোমায় চাই..
হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেমে যে বন্য,
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই।
আমি যে দুরন্ত, দুচোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই,
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ,
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ,
রেখোনা মনের দ্বন্দ্ব
সব ছেড়ে চলো যাই..
হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেমে যে বন্য,
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই,
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।
< Lyrics in English >
Hoyto tomari jonno
Hoyechi preme je bonno
Jani tumi ononno
Ashar haat barai
Jodi kokhono ekante
Cheyechi tomay jante
Shuru theke sesh prante
Chute chute gechi taai..
Ami je nijei motto
Janina tomar shorto
Jodi ba ghotey onortho
Tobu-o tomay chai..
Ami je duronto,
Duchokhe ononto
Jhorer digonto Jurei swapno chorai
Tumi to boloni monddo
Tobu keno proti-bondho
Rekhona moner donddo
Sob-chere cholo jai..
⏩ Thank You for using our website. Don't forget to share it with your friends ⏪
0 Comments
If you have any suggestions or request let me know here :)
Emoji