Shrotoshini (স্রোতস্বিনী) - Encore Band - Song Lyrics
![](https://img.youtube.com/vi/mJX3M8NrAAQ/maxresdefault.jpg)
< Song Credit >
Vocals: Shakib Ul- Islam
Guitars: Yeamin Abrar
Guitars: Muzayed Imam
Bass: Fahad HussainDrums: Mirza Sabir
Guitars: Yeamin Abrar
Guitars: Muzayed Imam
Bass: Fahad HussainDrums: Mirza Sabir
< Lyrics in Bangla >
শ্রাবন ধারায় এত চেনা কি খুঁজে পাও
যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণ
আমার সরল রেখার চিন্তা ধারায়
আরারি করে দাগ কাট কেনো
নাকি কাঁদিয়ে আমাকে সেই
চোখের জল এই ভেজো
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু আমি মরিচিকার মত!
তবে তাই যদি হয় করি নাকো ভয়
জানি আঁধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়
আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান!
পাহাড় চূড়ায় বেয়ে আকাশ তো ছুতে দেখিনি
স্রোতস্বিনীর হাওয়ায় পারি দাও সমুদ্দুর
আছড়ে পরে সে ঢেউ আমার বুকে দুরন্ত বেগে
নাকি কাঁদিয়ে আমাকে সেই চখের জল এই ভেজো
তৃষ্ণার্ত হৃদয় এ শুধু আমি মরিচিকার মত!
তবে তাই যদি হয় করি নাকো ভয়
জানি আঁধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়
আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান!
⏩ Thank You for using our website. Don't forget to share it with your friends ⏪
0 Comments
If you have any suggestions or request let me know here :)
Emoji