2441139 Bela Bose (চাকরিটা আমি পেয়ে গেছি) - Anjan Dutt - Song Lyrics
![](https://img.youtube.com/vi/HKrou2ENSe8/maxresdefault.jpg)
< Song Credit >
Song : Bela Bose
< Lyrics in Bangla >
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো
এখন আর কেউ আটকাতে পারবে না
সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও বিয়ে তুমি করছো না (x2)
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস
স্টার্টিংয়েই ওরা ১১০০ দেবে,
তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছো না
এটা কি 2441139
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার।
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতোদিন ধরে এতো অপেক্ষা
রাস্তার কতো সস্তা হোটেলে
বদ্ধ ক্যাবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কতো প্রতীক্ষা। (x2)
আর কিছু দিন তারপর বেলা মুক্তি
কসবার ঐ নীল দেয়ালের ঘর
সাদা-কালো এই জঞ্জালে ভরা
মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল-নীল সংসার।
এটা কি 2441139
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার।
চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো ?
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি ? (x2)
এটা কি 2441139
বেলা বোস তুমি পারছো কি শুনতে ?
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার।
হ্যালো 2441139, 2441139
ধুর ছাই হ্যালো 2441139..
< Lyrics in English >
Chakrita ami peye gechi belo suncho?
Ekhon ar keu atkate parbe na
Somndota eibar tumi veste dite paro
Maa ke bole dao biye tumi korcho na
Chakrita ami peye gechi bela sotti
Ar matro koyekta maash besh
Starting-ei ora egarosho debe
Teen mass pore confirm
Chup kore keno bela kichu bolcho na
Eta ki 2441139
bela bosh tumi parcho ki shunte
Dosh baro baar rong numbur
periye tomake peychi
Debona kichutei ar harate
Hello 2441139 din na deke bela ke ekti baar
Mittare jachhe bere ei public telifoner
Joruri khub joruri dorkar
⏩ Thank You for using our website. Don't forget to share it with your friends ⏪
0 Comments
If you have any suggestions or request let me know here :)
Emoji