Lenadena (লেনাদেনা ) - Samz Vai - Song Lyrics
![](https://img.youtube.com/vi/RNoEX6CwUBI/maxresdefault.jpg)
Song : Lenadena (লেনাদেনা) |
< Lyrics in Bangla >
ভাবতে খুব অবাক লাগে
তুমি অন্য কারো,
কার সাথে আজ বায়না গুলো
ভাগাভাগি করো।
কার চোখের ওই চাউনিতে
আজ তোমার লজ্জা কাটে,
ওরে মেনে নিতে আজ পারছিনা
আমি তুমি অন্যের সাথে।
না না না, ওরে আর তো হবেনা,
আমার মনের সাথে তোমার লেনাদেনা।
রাত যখন হবে নিঝুম
উড়ে যাবে তোমারোও ঘুম
চোখ ভীজে যাবে তোমার অশ্রুতে,
মিলবে না তো কোনো হিসাব
হবেনা পুরন আমার অভাব
দিন রাত এক হবে তোমার এই ভাবেতে।
না না না, ওরে আর তো হবেনা,
আমার মনের সাথে তোমার লেনাদেনা।
মন নিয়ে তুমি করেছো খেলা
পেয়েছি শুধুই অবহেলা
ধীরে ধীরে তুমি ওগো সবি বুঝবে,
বুঝেও কোনো লাভ হবেনা
পাবেনা আর এই ঠিকানা
সেদিন আমার স্মৃতি গুলো তোমায় কাঁদাবে।
না না না, ওরে আর তো হবেনা,
আমার মনের সাথে তোমার লেনাদেনা..
ভাবতে খুব অবাক লাগে
তুমি অন্য কারো,
কার সাথে আজ বায়না গুলো
ভাগাভাগি করো।
কার চোখের ওই চাউনিতে আজ
তোমার লজ্জা কাটে,
ওরে মেনে নিতে আজ পারছিনা
আমি তুমি অন্যের খাটে।
< Lyrics in English >
Bhabte khub obak lage
Tumi anno karo
Kar sathe aaj bayna gulo
Vagavagi koro
Kar chokher oi chaunite aaj
Tomar lojja kate
ore mene nite aaj parchina ami
Tumi onner khate
Na na na ore aar to hobe na
Amar moner sathe tomar tomar lenadena
⏩ Thank You for using our website. Don't forget to share it with your friends.⏪
ভাগাভাগি করো।
কার চোখের ওই চাউনিতে
আজ তোমার লজ্জা কাটে,
ওরে মেনে নিতে আজ পারছিনা
আমি তুমি অন্যের সাথে।
না না না, ওরে আর তো হবেনা,
আমার মনের সাথে তোমার লেনাদেনা।
রাত যখন হবে নিঝুম
উড়ে যাবে তোমারোও ঘুম
চোখ ভীজে যাবে তোমার অশ্রুতে,
মিলবে না তো কোনো হিসাব
হবেনা পুরন আমার অভাব
দিন রাত এক হবে তোমার এই ভাবেতে।
না না না, ওরে আর তো হবেনা,
আমার মনের সাথে তোমার লেনাদেনা।
মন নিয়ে তুমি করেছো খেলা
পেয়েছি শুধুই অবহেলা
ধীরে ধীরে তুমি ওগো সবি বুঝবে,
বুঝেও কোনো লাভ হবেনা
পাবেনা আর এই ঠিকানা
সেদিন আমার স্মৃতি গুলো তোমায় কাঁদাবে।
না না না, ওরে আর তো হবেনা,
আমার মনের সাথে তোমার লেনাদেনা..
ভাবতে খুব অবাক লাগে
তুমি অন্য কারো,
কার সাথে আজ বায়না গুলো
ভাগাভাগি করো।
কার চোখের ওই চাউনিতে আজ
তোমার লজ্জা কাটে,
ওরে মেনে নিতে আজ পারছিনা
আমি তুমি অন্যের খাটে।
< Lyrics in English >
Bhabte khub obak lage
Tumi anno karo
Kar sathe aaj bayna gulo
Vagavagi koro
Kar chokher oi chaunite aaj
Tomar lojja kate
ore mene nite aaj parchina ami
Tumi onner khate
Na na na ore aar to hobe na
Amar moner sathe tomar tomar lenadena
⏩ Thank You for using our website. Don't forget to share it with your friends.⏪
0 Comments
If you have any suggestions or request let me know here :)
Emoji