Mon Amar Deho Ghori (মন আমার দেহ ঘড়ি) - Koushik Chakraborty - Abdur Rahman Boyati

Deho Ghori (দেহ ঘড়ি) - Koushik Chakraborty - Abdur Rahman Boyati - Song Lyrics


< Song Credit >

Song : Mon Amar Deho Ghori
Music & Lyrics : Abdur Rahman Boyati
Performing Artist & Band : Koushik O Nagar Sankirtan
Vocals & Arrangements : Koushik ChakrabortyBand Member >
Sagar Mondal : Guitars & Backing Vocals
Deep Ghosh : Bass Guitar & Backing Vocals
Deepayan Maitra : Keyboards
Arunangshu Bagchi : Guitars
Bipra Bala : Flute & Backing Vocals
Ujan Mondal : Drums & Dubki
< Lyrics in Bangla >
থাকের একখান কেস বানাইয়া
মেশিন দিছে তার ভিতর..
রং বেরংয়ের বার্নিশ করা
দেখতে ঘড়ি কি সুন্দর,
দেখতে ঘড়ি কি সুন্দর।

ঘড়ির তিন পাটে তে গড়ন সারা
বয়লারের মেশিনের গড়া।
তিনশ ষাটটি স্ক্রুপ মারা,
ষোলজন পাহারায় আছে।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি।

ঘড়ি হেয়ার স্প্রেডিং, ফ্যাপসা স্পেসিং
লিভার হইলো কলিজায়..
ছয়টি বলে আজব কলে,
দিবানিশি প্রেম খেলায়।
ঘড়ির তিন কাটা বার জুয়েলে
মিনিট কাটা হইলো দিলে,
ঘন্টার কাটা হয় আক্কেলে
মনটারে সেকেন্ডে দিসে।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি।

ঘড়ির কেসটা বত্রিশ চাকের,
কলে কব্জা বেসুমার..
দুইশো ছয়টা হাড়ের জোড়া,
বাহাত্তর হাজারও তার।
দেহঘড়ি চৌদ্দতলা,
তার ভিতরে দশটি নালা,
একটা বন্ধ নয়টা খোলা
গোপনে এক তালা আছে।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি।

আলাউদ্দিনে ভেবে বলে,
ওরে আমার মনবোকা..
রহমিয়ার কর্মদোষে হইল না ঘড়ির দেখা।
যদি ঘড়ি চিনতে পারতাম,
ঘড়ির জুয়েল বদলাইতাম,
আমি যদি ঘড়ি চিনতে পারতাম,
ঘড়ির জুয়েল বদলাইতাম,
ঘড়ির জুয়েল বদলাইবো,
কেমনে যাই মিস্ত্ররীর কাছে?
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি।

একখান চাবি মাইরা,
ও একখান চাবি মাইরা দিছে ছাইড়া
চাবি মাইরা দিছে ছাইড়া,
জনম ভইরা চলতে আছে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি ..

< Lyrics in English >
Ek khan chabi maira diche chaira
Jonom bhoira cholte ache
Mon amar deho ghari sandhan kori
Mon amar deha ghari
Thaker ek khan kesh banaiya
Machine diche tar vetor
Re berong er burnish kora
Dekhte ghori ki sundor


⏩ Thank You for using our website. Don't forget to share it with your friends ⏪

Post a Comment

0 Comments