Tobe Thak (তবে থাক) - Arnob - Sunidhi Nayak - Song Lyrics
![](https://img.youtube.com/vi/4ie22SScyyk/maxresdefault.jpg)
< Song Credit >Song : Tobe ThakVocal : Arnob & Sunidhi Lyrics : Manjurul Shibly Tune & Music : Arnob Producer : Shahriar Shakil Label : Gaanchill Music |
< Lyrics in Bangla >
এই আকাশের রঙ, বাতাসে ছড়ায়
এই বাতাসের ঝরাপাতা,
অলেখা অবেলায়।
আজ প্রণয়ের ফাঁদে গড়া, নীল কৃষ্ণচূড়া
ভেজা প্রণয়ের নীচে অভিমান পাহাড়ে চূড়া।
তবে থাক, তবে থাক,
লেখা থাক, লেখা থাক
রোদমাখা আবেগের সুতোটা বাঁধা থাক।
এই যাদুর সুবাস যদি হাওয়ায় দোলে
প্রণয়ের প্রেম চিঠি নতুন এক ভোরে।
সব অভিমান সব ধুয়ে যাক
এই অবেলায়,
তবু আধো আলোতে জড়ায় আজ
কে জড়ায়।
তবে থাক, তবে থাক,
লেখা থাক, লেখা থাক
রোদমাখা আবেগের সুতোটা বাঁধা থাক।
এই ভোরের আলোতে,
পিছুটান সব সরাতে,
হৃদয়ের উষ্ণতা জমা থাক
পুরোনো নীল খামে।
কত আবেগের রং ঝরে যায়
এ অবেলায়,
তবু আধো আলোতে জড়ায় আজ
কে জড়ায়।
তবে থাক, তবে থাক,
লেখা থাক, লেখা থাক
রোদমাখা আবেগের সুতোটা বাঁধা থাক
রোদ মাখা আবেগের সুতোটা বাঁধা থাক।
< Lyrics in English >
Ei akasher rong batase choray
Ei bataser jhorapata alekha obelay
Aaj pronoyer fande gora nil krishnochura
Veja pronoyer niche obhiman pahare chura
Tobe thak, tobe thak
Lekha thak, lekha thak
Rodmakha abeger sutota badha thak
এই আকাশের রঙ, বাতাসে ছড়ায়
এই বাতাসের ঝরাপাতা,
অলেখা অবেলায়।
আজ প্রণয়ের ফাঁদে গড়া, নীল কৃষ্ণচূড়া
ভেজা প্রণয়ের নীচে অভিমান পাহাড়ে চূড়া।
তবে থাক, তবে থাক,
লেখা থাক, লেখা থাক
রোদমাখা আবেগের সুতোটা বাঁধা থাক।
এই যাদুর সুবাস যদি হাওয়ায় দোলে
প্রণয়ের প্রেম চিঠি নতুন এক ভোরে।
সব অভিমান সব ধুয়ে যাক
এই অবেলায়,
তবু আধো আলোতে জড়ায় আজ
কে জড়ায়।
তবে থাক, তবে থাক,
লেখা থাক, লেখা থাক
রোদমাখা আবেগের সুতোটা বাঁধা থাক।
এই ভোরের আলোতে,
পিছুটান সব সরাতে,
হৃদয়ের উষ্ণতা জমা থাক
পুরোনো নীল খামে।
কত আবেগের রং ঝরে যায়
এ অবেলায়,
তবু আধো আলোতে জড়ায় আজ
কে জড়ায়।
তবে থাক, তবে থাক,
লেখা থাক, লেখা থাক
রোদমাখা আবেগের সুতোটা বাঁধা থাক
রোদ মাখা আবেগের সুতোটা বাঁধা থাক।
< Lyrics in English >
Ei akasher rong batase choray
Ei bataser jhorapata alekha obelay
Aaj pronoyer fande gora nil krishnochura
Veja pronoyer niche obhiman pahare chura
Tobe thak, tobe thak
Lekha thak, lekha thak
Rodmakha abeger sutota badha thak
⏩ Thank You for using our website. Don't forget to share it with your friends ⏪
0 Comments
If you have any suggestions or request let me know here :)
Emoji